সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ১৫,অক্টোবর :: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বারুইপুর সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন। আউটডোর পরিষেবা, হাসপাতালের ভিতরে জরুরী পরিষেবা খোলা রয়েছে।
এবার আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে চিকিৎসকরা রাজ্যজুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিলেন। যার জেরে রাজ্য জুরেই ভোগান্তির স্বীকার হতে হচ্ছে একাধিক রোগী ও তাঁর পরিবারের লোকজনের। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বহির্বিভাগ বন্ধ থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজনেরা।
প্রতিদিনই জয়নগর, কুলতলী, গোসাবা, ক্যানিং, সোনারপুর, রাজপুর সহ একাধিক জায়গায় থেকে প্রতিদিন ই বিভিন্ন রোগী আসেন এবং তাদের ভরসার জায়গা বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। বহির্বিভাগ বন্ধ থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছে রুগী ও রোগীর আত্মীয়রা।
এ বিষয়ে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ধীরাজ রায় জানান, বহিরবিভাগ বন্ধ থাকলেও চিকিৎসা পরিষেবা সচল রয়েছে।
চিকিৎসকেরা এমার্জেন্সি পরিষেবা দিচ্ছেন। এ বিষয়ে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসা এক রুগী বলেন, আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে । আউটডোর পরিষেবা বন্ধ থাকার কারণে অসুবিধার মধ্যে পড়েছি। কিন্তু এমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে জরুরী বিভাগ ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আমাদের।