আউশগ্রামে শাসকদলের এক নেতার অশ্লীল ভিডিও ফাঁস হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৫,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে শাসকদলের এক নেতার অশ্লীল ভিডিও ফাঁস হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। ভাইরাল হওয়া প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত তৃণমূল নেতা একটি ঘরে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় শুয়ে হস্তমৈথুন করছেন এবং নিজেই তা মোবাইলে রেকর্ড করছেন।

সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। সূত্রের খবর, এই ভিডিওটি তিনি এক মহিলার মোবাইলে পাঠিয়ে কুপ্রস্তাব দেন। মহিলা প্রস্তাব প্রত্যাখ্যান করে তৃণমূলেরই এক পরিচিত ব্যক্তিকে ভিডিওটি দেখান। এরপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। লোকলজ্জার ভয়ে মহিলা এখনও থানায় অভিযোগ দায়ের করেননি বলে জানা গেছে।

ভিডিও ফাঁস হতেই জেলা তৃণমূল নেতৃত্বে অস্বস্তি দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, ভিডিওটি দিন দশেক আগেই জেলা নেতাদের হাতে পৌঁছায়। এরপর আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার অভিযুক্তকে ভৎসনা করে গুসকরার দলীয় কার্যালয়ে প্রবেশে নিষেধ করেছেন। তবে প্রকাশ্যে তিনি ‘বিষয়টি জানা নেই’ বলে মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + nine =