নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত পিচকুড়ি মাদ্রাসার শনিবার রাতে প্রায় ১০০ জন আবাসিক পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে । প্রাথমিকভাবে অনুমান, খাবারে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে।
প্রথমে ৭-৮ জন পড়ুয়া অসুস্থতার লক্ষণ দেখায়। তাদের পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দেয়। সন্ধ্যার পর থেকে অসুস্থ পড়ুয়ার সংখ্যা ক্রমে বাড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ তরিঘরি অসুস্থ পড়ুয়াদের গুসকরা হাসপাতালে নিয়ে আসে।
তারপরেই সকলের আরো ভালো চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জি এদিন অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে ছুটে আসেন।
সঙ্গে ছিলেন মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষ। অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জি জানিয়েছেন , প্রায় ১০০ জন পড়ুয়া অসুস্থ হয়ে ভর্তি রয়েছে ।
দুজনের অবস্থা ক্রিটিক্যাল রয়েছে। তাদেরকে ভর্তি রাখা হয়েছে আই সি ইউ তে। মাদ্রাসার খাবার খেয়েই অসুস্থ এটা নিশ্চিত করা গেছে। তবে কোন খাবার থেকে বিষক্রিয়া ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে
তিনি জানিয়েছেন। দুজন ছাড়া বাকি সমস্ত পড়ুয়ার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি। তবে বিশেষ নজরদারিতে সকলকেই রাখা হয়েছে।

