নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আউশগ্রাম :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে অবৈধ গাছ কাটার অভিযোগ। আউশগ্রাম ১ নম্বর ব্লকের দিঘনগর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যাদবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের চত্বরে রাতারাতি উধাও হয়ে গেল দুশোর বেশী গাছ।
পঞ্চায়েত প্রধান সবিতা মাহাতো
অভিযোগ উঠেছে, পিএইচই জল প্রকল্পের পাম্প হাউস তৈরি করতে বেআইনিভাবে কাটা হয়েছে গাছগুলি। পঞ্চায়েত প্রধান সবিতা মাহাতো স্বীকার করেছেন গাছ কাটা হয়েছে অবৈধভাবে।
তিনি বলেন, “যারা কেটেছে তারা পারমিশন চাইতে এসেছিল, কিন্তু আমরা অনুমতি দিইনি। তবুও গাছ কাটা হয়েছে। ব্লক উন্নয়ন আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে”। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গাছ কাটার অনুমতির বিষয়ে নিয়ম মেনে কাজ করার কথা বলা হয়।