নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাঁইহাট :: বৃহস্পতিবার ৮,জানুয়ারি :: আকাশ থেকে উড়ে জমিতে এসে পড়েছে এক অজানা ডিভাইস ! আর তারপরই সেই যন্ত্রকে ঘিরে শুরু হয় বোমাতঙ্ক ।
এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দাঁইহাট শহরের মোকামপাড়া এলাকায় ৷ যদিও পুলিশ এসে তা শনাক্ত করে জানায় এটি বোমা জাতীয় কোনও ডিভাইস নয় ৷
এদিন মোকামপাড়া এলাকার ওই ডিভাইস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ।স্থানীয়রা মনে করে টাইম বোমা জাতীয় কেউ কিছু ফেলে গিয়েছে । সেই খবর চাউর হতেই শুরু হয় বোমাতঙ্ক । পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে ডিভাইসটি উদ্ধার করে পরে শনাক্তও করে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার দাঁইহাট শহরের ৯ নং ওয়ার্ডের মোকামপাড়ায় এক খোলা জমিতে একটি সাদা রঙের ইলেক্ট্রনিক ডিভাইস পড়ে থাকতে দেখা যায় ।
সেটি থেকে ক্রমাগত বিপবিপ আওয়াজও হচ্ছিল । ফলে এলাকাবাসীর মধ্যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে । এদিক ওদিক রীতিমতো ছোটাছুটি শুরু করে দেয় স্থানীয়রা ।
এরপরই খবর দেওয়া হয় থানায় । পুলিশ এসে ডিভাইসটি উদ্ধার করে । ওই ডিভাইস পরীক্ষা করে পুলিশের প্রাথমিক অনুমান হয়, এটি বোমা জাতীয় কিছু নয় । আবহাওয়ার তথ্য সংক্রান্ত কিছু হতে পারে । এরপরই পুলিশ দমদম মেটেরোলজিক্যাল দফতরের সঙ্গে যোগাযোগ করে ।
সেখান থেকে জানানো হয়, বায়ুমণ্ডলের উচ্চস্তরে আবহাওয়ার তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের ডিভাইস ছাড়া হয়ে থাকে । এটিও তেমনই একটি ডিভাইস ৷ এতে ভয়ের কোনও কারণ নেই বলেও জানান তাঁরা ।

