নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: আগরতলা :: ত্রিপুরায় ‘পুলিশি হামলার’ মুখে তৃণমূল নেতৃত্ব। রোববার সকালে পোলা টাওয়ারে হানা দিল পুলিশ। উদ্দেশ্য, বাংলার যুব তৃণমূল সভাপতি সায়নি ঘোষকে আটক করা। যদিও তাকে থানায় নিয়ে যেতে বাধা দেন কুণাল ঘোষ। তিনি সায়নিকে নিতে থানায় যাবেন বলে আশ্বাস দিয়েছেন।উল্লেখ্য, আজই সে আগরতলায় ভোটের প্রচারে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি।সামনেই ত্রিপুরার পৌরভোট। তৃণমূলের হয়ে প্রচার করতে ওই রাজ্যে অস্থায়ী আস্তানা গেড়েছে নেতৃত্ব। কুণাল ঘোষ, সুস্মিতা দেব, সায়নি ঘোষেরা রয়েছেন পোলো টাওয়ার হোটেলে। এদিন সকালে সেই হোটেলেই চড়াও হয় স্থানীয় পুলিশ। তাদের দাবি, সায়নি ঘোষের গাড়ির ধাক্কায় একজন জখম হয়েছেন। সেই মামলায় সায়নিকে আটক করতে আসে পুলিশ।
যদিও তাদের আগে নোটিশ দিতে হবে বলে দাবি করেন কুণাল ঘোষ। এমনকী, সায়নিকে থানায় নিয়ে যেতে বাধা দেন তিনি।কুনাল ঘোষের দাবি, সায়নিকে আটক করতে এসেছে পুলিশ। কিন্তু কেন এই আটক, তা বলা হয়নি। আমরা সায়নিকে নিয়ে যেতে দেইনি। আমি পরে ওকে থানায় নিয়ে যাব বলেছি। শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেল ঘিরে রেখেছে পুলিশ।