আগামীকাল ইংরেজবাজার পুরসভা ও পুরাতন মালদা পুরসভার ভোট – ভোটদাতা দুই লক্ষের কিছু বেশি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদা :: পুরাতন মালদা ও ইংরেজবাজার পুরসভায় কাল রাত পোহালেই   ভোট । সমস্ত বুথেই থাকবে সশস্ত্র পুলিশ ও সিসি টিভির নজরদারি । ইংরেজবাজার পুরসভা ও পুরাতন মালদা পুরসভার মোট বুথ ২৬৯। ভোটদাতার সংখ্যা ২ লক্ষ ১৪ হাজার ৩১ জন। সব মিলিয়ে ভোট কর্মীর সংখ্যা ১৩৪২।

ইংরেজবাজার পুরসভার ৪০টি এবং পুরাতন মালদা পুরসভার ২০টি বুথকে বিশেষ স্পর্শকাতর হিসেবে বাড়তি নজরদারির মধ্যে রাখা হবে। ইতিমধ্যেই মালদা কলেজ ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীরা ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। সব মিলিয়ে মালদায় এখন ভোট বাজার জমজমাট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + one =