আগামী এক সপ্তাহের মধ্যে দেশ জুড়ে লাগু হবে সিএএ , গ্যারান্টি শান্তনুর

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: সোমবার ২৯,জানুয়ারি :: আগামী এক সপ্তাহের মধ্যেই দেশ জুড়ে লাগু হবে সিএএ । এমনই গ্যারান্টি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘ইতিমধ্যেই রামমন্দির উদ্ঘাটন হয়েছে। আর আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএ কার্যকর হবে। এই মঞ্চ থেকেই এই গ্যারান্টি দিয়ে গেলাম।

পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা রাজ্যে সিএএ কার্যকর হবে। আপনারা সেটা দেখতে পাবেন”। আরো বলেন যারা ১৯৭১ সালের পরে ভারতবর্ষে এসেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার থাকলে আপনারা নাগরিক। আপনি ভোট দিতে পারছেন, আপনি এখন এদেশের নাগরিক। কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, কেন এই মানুষদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হল তারা সকলে মতুয়া সম্প্রদায়ের।

এরা ভারতীয় জনতা পার্টির সমর্থক। তাই এদের ভোটার কার্ড করে দেওয়া হয়নি । প্রসঙ্গত, এর আগে গতবছর কলকাতায় এসে সিএএ নিয়ে বড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্লেষকদের মত, গত লোকসভা ভোটে মতুয়া ভোটের জোরে বাংলায় ভালো ফল করতে সক্ষম হয়েছিল বিজেপি। সেই মতুয়া ভোটব্যাঙ্ক অক্ষত রাখতে সিএএ অস্ত্রে আবারও নতুন করে শান দিচ্ছে বিজেপি।

তবে নাগরিকত্ব সংশোধনী বিলটি ২০১৯ সালে আইনে পরিণত হলেও তা এখনও দেশে কার্যকর হয়নি। এই আইনের নিয়ম তৈরি হয়েছে কি না, তাও নিশ্চিত করে বলেনি সরকার। এরই মাঝে সিএএ নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে। আবার সিএএ বিরোধিতায় সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবী করলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বাংলা সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 15 =