নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ২৬,অক্টোবর :: আগামী কয়েক ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হলে হাওড়া শহরের জমা জল দ্রুত নেমে যাবে বলে আশাপ্রকাশ করলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ে তেমন কোনও প্রভাব না পড়লেও এর প্রভাবে আজ সকাল থেকে যে ভারী বৃষ্টিপাত হয়েছে সেই কারণে হাওড়ার বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ৪৩ নম্বর ওয়ার্ড, বেনারস রোড, রামরাজাতলা, টিকিয়াপাড়ার মতো কিছু এলাকা। ভারী বৃষ্টিপাত না হলে আজ রাতের মধ্যেই বেশিরভাগ এলাকার জল বের করে দেওয়া সম্ভব হবে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, হাওড়া পুর এলাকায় বাড়ি ভেঙে পড়া, গাছ ভেঙে পড়া বা বড়ো কোনও বিপর্যয়ের খবর নেই। মধ্য হাওড়ায় একটি বাড়ির সামান্য কিছু অংশের ক্ষতি হলেও বড়ো কোনও বিপর্যয় হয়নি। জমা জল নামাতে তিনটি বড়ো পাম্প সহ মোট ৭০টি পাম্প চালানো হচ্ছে বলে সুজয়বাবু এদিন দাবি করেন।