নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: ভারতের বহুল প্রতীক্ষিত মানব মহাকাশ মিশন গগনযান নিয়ে আশাবাদী বার্তা দিলেন মহাকাশ বিশেষজ্ঞ শুভাংশু। তাঁর দাবি, আগামী ডিসেম্বরেই গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হবে।
তিনি জানান, এই মিশনের মাধ্যমে ভারতীয় মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলবে। প্রথম পর্যায়ে নির্দিষ্ট পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হলে পরবর্তী ধাপে ভারতীয় মহাকাশচারীদের মহাশূন্যে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।
শুভাংশুর কথায়, “গগনযান শুধু ভারতের প্রযুক্তিগত সক্ষমতাকেই বিশ্বমঞ্চে তুলে ধরবে না, বরং ভবিষ্যৎ মহাকাশ গবেষণার জন্যও এক নতুন দ্বার উন্মুক্ত করবে।”