নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: মঙ্গলবার ২৬,আগস্ট :: আগামী নভেম্বর মাসের ২৪ তারিখে শিখ ধর্মের নবম ধর্মগুরু গুরু তেগ বাহাদুরের শহীদ দিবস। সেই শহীদ দিবস উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শোভাযাত্রা শুরু হয়েছে। সেই শোভাযাত্রা গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরে শেষ হবে পাঞ্জাবে।এমনই একটি শোভাযাত্রা আসাম রাজ্য থেকে শুরু হয়ে কলকাতা ঘুরে জাতীয় সড়ক ধরেএসে পৌঁছায় পানাগড় বাজারে। সেখানে শিখ ধর্মের মানুষেরা সেই শোভাযাত্রাকে স্বাগত জানায়। এরপর পানাগড় বাজারে গুরুদুয়ারে সেই শোভাযাত্রা এসে পৌঁছানোর পর গুরুদুয়ারে ধর্মীয় অনুষ্ঠানের পর সেখান থেকে শোভাযাত্রা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
শোভাযাত্রায় রয়েছে শিখ ধর্মের ধর্মগ্রন্থ গ্রন্থসাহেব এবং ধর্ম গুরু তেগ বাহাদুরের অস্ত্রশস্ত্র।
শিখ ধর্মের মানুষেরা জানিয়েছেন, যে সময় তেগ বাহাদুর ধর্মের রক্ষা করতে শহীদ হয়েছিলেন। সেই সময় ভারতবর্ষে শাসন করতেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব চেয়েছিল সমস্ত ধর্মের মানুষদের তার ধর্মে পরিবর্তন করার।
কিন্তু শিখ ধর্মের নবম ধর্মগুরু তেগ বাহাদুর সেই আদেশ অমান্য করেছিলেন এবং ধর্মের রক্ষা করতে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন।। তার লড়াই এবং শহীদ হওয়ার ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বের হয়েছে শোভাযাত্রা।
সমস্ত শোভাযাত্রা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরে পাঞ্জাবে পৌঁছানোর পর নভেম্বর মাসের ২৪ তারিখে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সেখানে তেগ বাহাদুরের শহীদ দিবস পালন করা হবে।