আগামী বছর পুজো ও বড়দিনের সিনেমা রিলিজ ক্যালেন্ডার তৈরি, দেব-জিৎ কি মুখোমুখি?

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: সোমবার ১৫,ডিসেম্বর :: আগামী বছরের পুজো ও বড়দিনের সিনেমা রিলিজ ক্যালেন্ডার তৈরির কাজ শুরু করেছে ফেডারেশন ও ইমপা। এই নিয়ে শনিবার ফের বৈঠকে বসে দুই সংগঠন।

বৈঠকে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস-সহ টলিউডের একাধিক পরিচালক ও প্রযোজক। আগেই যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, উৎসবের মরশুমে ছবির সংঘাত এড়াতে নির্দিষ্ট রিলিজ ক্যালেন্ডার তৈরি করা হবে, সেই পরিকল্পনাই এখন বাস্তবায়িত হচ্ছে।

বৈঠক শেষে ফেডারেশনের তরফে জানানো হয়েছে, আগামী বছর পুজো ও বড়দিনের রিলিজ সূচি মোটামুটি স্থির হয়ে গিয়েছে। ফেস্টিভ্যালের সময়ে মূলত বিগ বাজেটের ছবিই মুক্তি পাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কবে কোন ছবি মুক্তি পাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী বছর পুজো ও বড়দিন মিলিয়ে তিনটির বদলে চারটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বড় জল্পনা ঘুরছে পুজোর মুক্তি নিয়ে। পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোলে পুজোর মরশুমে টলিউডের দুই তারকা দেব ও জিতের ছবি একসঙ্গে মুক্তি পেতে পারে।

তা হলে দীর্ঘদিন পর আবার বক্স অফিসে দেব-জিৎ মুখোমুখি লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 13 =