আগামী বিধানসভা নির্বাচনে অসমের বিজেপি নেতাদের দায়িত্ব দেওয়া হবে যাতে বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক কথাবার্তা বলে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করবে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ৪,মার্চ :: আগামী বিধানসভা নির্বাচনে অসমের বিজেপি নেতাদের দায়িত্ব দেওয়া হবে যাতে মাসল ও মানি লাগিয়ে অসম লাগোয়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে তৃনমূল নেতারা মাথা তুলে দাড়াতে না পারে। নানা ধরনের উস্কানি, বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক কথাবার্তা বলে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করবে।

কোচবিহার রবীন্দ্রভবনে ভোটার তালিকা স্ক্রুটনি নিয়ে তৃনমূলের কর্মীসভায় এমনই বিস্ফোরক বক্তব্য রাখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যেভাবে বিজেপি উঠে পড়ে লেগেছে তাদের দাওয়াই দিতে হবে।

যেখানে দরকার পড়বে সেখানে হোমিওপ্যাথির গুলি, যেখানে ক্যাপসুল লাগলে ক্যাপসুল লাগবে আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে বিজেপিকে হঠাতে হবে।

পাশাপাশি তিনি বলেন অনেকই পদে আছেন অথচ আজকের মিটিংয়ে আসেননি, দলের কাজকর্ম করছেন না এই বিষয়টি দেখার জন্য জেলা সভাপতিকে বলবো। জেলা সভাপতি আগে ছিলেন রাবন এখন হয়েছেন মন্দোদরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =