নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: ১৭,মে :: অবশেষে সুদীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে, মোহনবাগানের নামের আগে এটিকে শব্দটি যে দূরে দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে। এই বিষয়ে আইএসএল ট্রফি হাতে নিয়ে সঞ্জীব গোয়েনকা আগেই ইঙ্গিত দিয়েছিলেন। আগামী পহেলা জুন থেকে নতুন পরিচয় নিয়ে মাঠে নামবে মোহনবাগান।
খুশির হাওয়া মোহনবাগান সমর্থকদের মধ্যে। প্রসঙ্গত দুই হাজার কুড়ি সালে সন্দীপ গোয়েনকা মোহনবাগান ক্লাবের ইনভেস্টার হিসেবে যুক্ত হওয়ার পর থেকে এটিকে শব্দটি জুড়ে দেওয়া হয়েছিল। মোহনবাগান সমর্থকদের একাংশের মধ্যে এই বিষয়ে বেজায় আপত্তি ছিল। অনেকেই মোহনবাগানের আগে এটিকে নামটি জুড়ে দেওয়াকে পছন্দ করেননি।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল, আগামী পয়লা জুন থেকে মোহনবাগান মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট নামে। বৃহস্পতিবার নতুন লোগো প্রকাশিত হবে বলে জানা গেছে। স্বাভাবিকভাবে খুশির হাওয়া মোহনবাগান সমর্থকদের মধ্যে।