নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: ১৮,মে :: বিগত সপ্তাহে তাপমাত্রার পারদ চড়া ছিল, তবে সপ্তাহখানেকের মধ্যেই ভোল বদল। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী ২০ তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং এ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের দরুন তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই কমে গেছে।
দার্জিলিং থেকে কলকাতা সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রার পতন ঘটেছে। অনেকটাই স্বস্তিতে রাজ্যবাসী।