নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: আগামী সোমবার, ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকসের (BRICS) একটি বিশেষ ভার্চুয়াল বৈঠক। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই বৈঠক আহ্বান করেছেন মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক শুল্কনীতির (tariff) প্রভাব নিয়ে আলোচনা করার জন্য।
ব্রিকসভুক্ত পাঁচটি দেশ—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—মার্কিন শুল্কের ফলে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে, সেই বিষয়টি খতিয়ে দেখবে। একইসঙ্গে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার প্রতি সমর্থন জোরদার করার পথও খুঁজবে দেশগুলো।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বৈঠকে শুধু বাণিজ্য নয়, পূর্ববর্তী সামিটের ধারাবাহিকতায় জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি, বিনিয়োগ সহযোগিতা ও গ্লোবাল সাউথকে শক্তিশালী করার কৌশল নিয়েও আলোচনা হতে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণ করাই হবে এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশ করার সম্ভাবনাও রয়েছে।