নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৫,জানুয়ারি :: আগামী সোমবার শিখ গুরু গোবিন্দ সিং এর ৩৫৮ তম জন্মদিবস। সুন্দর করে সেই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। প্রতি বছর গুরু গোবিন্দ সিং এর জন্ম দিবস ঘটা করে উদযাপন করা হয়ে থাকে।
এ বছরও ঘটা করে উদযাপিত হবে। এদিন এই উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। গুরু গোবিন্দ সিং এর জন্ম দিবস উপলক্ষে এই শোভাযাত্রা গুরুদোয়ারা সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করবে ।