আগামী ১৮ জানুয়ারী সিঙ্গুরে জনসভা করবেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিঙ্গুর :: বৃহস্পতিবার ৮,জানুয়ারি :: আগামী ১৮ জানুয়ারী সিঙ্গুরে জনসভা করবেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। তার জন্য সিঙ্গুরের গোপাল নগর এলাকায় জায়গা পরিদর্শন করলেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব।

সিঙ্গুরে টাটাদের ছেড়ে যাওয়া জমি পরিদর্শন করেন বিজেপি নেতৃত্ব । বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সম্পাদক দীপাজ্ঞন গুহ সহ একাধিক ব্যক্তি এই দিন সিঙ্গুরের জমি পরিদর্শন করেন।।গৌতম চট্টোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছেন। টাটাদের জমি ছাড়াও অন্য জমিও দেখা হচ্ছে, যেটা পছন্দ হবে সেখানে সভা হবে। এখান থেকে টাটা দের বিতাড়িত করেছে তৃনমূল কংগ্রেস। সেটা নিয়ে মানুষের একটা সেন্টিমেন্ট আছে। এখানে মানুষের স্বপ্ন তৃণমূল ভেঙে দিয়েছে।

এখানকার মানুষ জমি পায়নি, শিল্পও পায়নি। প্রধানমন্ত্রীকে আনার আমাদের একটাই উদ্দ্যেশ্য ২০২৬-এ যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে টাটাকে আবার আমরা ফিরিয়ে আনবো এটাই আমাদের প্রতিশ্রুতি। ‌ সিঙ্গুর থেকে যেমন তৃণমূলের উত্থান হয়েছিল তেমন সিঙ্গুর থেকেই শাসকদলের পতন হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =