আগামী  ২৪ ফেব্রুয়ারি  তারিখ মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এক মহামিছিল অনুষ্ঠিত হবে মালদায় ।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ ::  মালদহ   :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি ::  কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও সাম্প্রদায়িক মনোভাবের বিরুদ্ধে আগামী  ২৪ ফেব্রুয়ারি  তারিখ মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে
এক মহামিছিল অনুষ্ঠিত হবে মালদায় । তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বিভিন্ন শাখা সংগঠনের  সভাপতিদের  নিয়ে । উপস্থিত জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি  আব্দুর রহিম বক্সি  সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 15 =