নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২২,ডিসেম্বর :: কার্নিভাল ময়দান ঘুরে দেখলেন প্রশাসনিক কর্তারা। আগামী ২৫শে ডিসেম্বর থেকে মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হবে কার্নিভাল। শেষ হবে পহেলা জানুয়ারি।
শনিবার সন্ধ্যায় কার্নিভাল মঞ্চ সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, কার্নিভালে লক্ষাধিক মানুষের সমাগম হয় ময়দানে। বহিরাগত শিল্পীরা নাচ, গান সহ বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শন করেন কার্নিভাল মঞ্চে। এর পাশাপাশি বিভিন্ন খাবারের স্টল তৈরি করা হবে ময়দানে।
অগ্নি নির্বাপন ব্যবস্থা, ইলেকট্রিক, প্রাথমিক চিকিৎসা, পার্কিং, শৌচালয় সহ সকলের নিরাপত্তার বিষয় খতিয়ে দেখে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। ইতিমধ্যে জোর গতিতে চলছে কার্নিভাল মঞ্চ তৈরীর কাজ।