নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বুধবার ৩০,এপ্রিল :: সন্দেশখালীর দাপুটে বহিষ্কৃত বিজেপি নেতা শেখ শাহাজাহান জেলে যাওয়ার পরেই সন্দেশখালিতে তৈরি হয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী।
শেখ শাহাজাহানের যে সমস্ত অনুগামীরা রয়েছে তারা একত্রিতভাবে একটি গোষ্ঠী তৈরি করেছে অপরদিকে সন্দেশখালি তৃণমূলেরই বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামীরা আরেকটি গোষ্ঠী তৈরি করেছে।দুই গোষ্ঠীর মধ্যে গত কয়েক মাস ধরেই রয়েছে চাপা উত্তেজনা। গত কালীপুজোর দিন বিধায়ক সুকুমার মাহাতোর উপর হামলা চালিয়েছিল শেখ শাহাজাহানের প্রধান অনুগামী তথা হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা।
গত বছর আগে কানমারির ভাঙ্গিপাড়া এলাকায় বিজেপি কর্মীদের গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে। এবার সন্দেশখালি রাজবাড়ীতে প্রকাশ্যে জনসভার মঞ্চ থেকে সেই আব্দুল কাদের মোল্লা
সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে বিসর্জন দেওয়ার হুমকি দেন এবং তিনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে তাকে পঞ্চাশ হাজার ভোটে হারানোরও হুমকি দেন। প্রকাশ্যে এই জনসভা থেকে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে এমনটাই হুমকি দেওয়া প্রসঙ্গে সন্দেশখালিতে ফের প্রকাশ্যে আসলো তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্ব।