নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডুয়ার্স :: বুধবার ১৯,জুন :: পুড়ে ছারখার হলং বন বাংলো, সাজানো-গোছানো ঐতিহ্যশালী এই বন বাংলো পুড়ে ছড়খার হয়ে যায়। এদিন অর্থাৎ মঙ্গলবার রাতে আগুন লাগার ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, আগুনের লেলিহান শিখা গ্রাস করে বাংলোটিকে।
আগুন নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইঞ্জিন। তবে শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি পুড়ে ছাই। আগুন কেন লাগলো? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আপাতত বন্ধ রয়েছে জঙ্গল, গত ১৫ই জুন থেকে জঙ্গল বন্ধ। সেই জন্যই রক্ষে কোন পর্যটক ছিলেন না।
দীর্ঘ বেশ কয়েক বছর আগে জলদাপাড়ায় এই বনবাংলো তৈরি হয়। ১৯৫৬ সালে তৈরি হয়েছে এই ঐতিহ্যশালী বাংলো। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এখানে প্রচুর পর্যটক বেড়াতে আসতেন। স্বাভাবিকভাবেই বাংলোটি পুড়ে যাওয়ার কারণে পর্যটকরা ব্যথিত।