নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১০,জুলাই :: শিলিগুড়ির হাকিমপাড়ার ঋষি অরবিন্দ রোডে একটি মোবাইলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন সন্ধ্যা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়েছে দোকানের জিনিসপত্র।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে সম্পূর্ণ দোকানটি। । আজ সন্ধ্যায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বিভাগের কর্মীরা।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুনের তেজ এতটাই ভয়াবহ ছিল বেশ কিছুক্ষণের চেষ্টায় তবেই আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানটি মোবাইলের দোকান ছিল বলে জানা গেছে।