সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১১,মে :: দুই জায়গার তাপমাত্রা একেবারে ভিন্নমুখী। একদিকে যে রকম মালদা গরমে পুড়ছে। সকাল থেকেই ছিল পাল্লা দিয়ে রোদের তেজ, আগুনে গরমে নাজেহাল মালদাবাসি। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই অপরদিকে শিলিগুড়ির আবহাওয়া অত্যন্ত মনোরম।সকালে কিছুটা রোদের তেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ মনোরম হয়ে যায়। আকাশ মেঘলা রোদের লেশ মাত্র নেই । সঙ্গে ঝিরঝিরে হাওয়া, আকাশে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম ৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী ২৪ এর আশেপাশে ঘোরাফেরা করছে।
এত সুন্দর আবহাওয়া পেয়ে অত্যন্ত খুশি শহরবাসী। ছুটির দিন রবিবার এত সুন্দর আবহাওয়া সব মিলিয়ে , ছুটি উপভোগ করছে শিলিগুড়ির আমজনতা।