নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহারাষ্ট্র :: বৃহস্পতিবার ২৩,জানুয়ারি :: আবারো মর্মান্তিক রেল দুর্ঘটনা, দুর্ঘটনার কবলে রেল। এদিন বুধবার এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। ঘটনা সম্পর্কে জানা গেছে, আগুন আতঙ্ক থেকে বাঁচতে রেললাইনে লাফ দিয়ে নেমেছিলেন পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী।
কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই সময়েই দ্রুত গতিতে ছুটে আসা কর্নাটক এক্সপ্রেস পিষে দেয় ওই যাত্রীদের। এই প্রসঙ্গে জানা গেছে অন্তত ১২জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা।