নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: -আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো পানাগড় বাজারে। ঘটনাটি ঘটে পানাগড় বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পেছনে আবর্জনার স্তূপে। আগুন লেগে পুড়ে যায়, সাবমার্শিবল পাম্প। তীব্র ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
যার কারণে এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। স্থানীয়রা আবর্জনার স্তুপে আগুন দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দিলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ চালায়। কে বা কারা আগুন লাগিয়েছে তার সঠিক কারণ জানা যায়নি।
তবে যে জায়গায় আগুন লেগেছিল সেই বিল্ডিং এর উপরই রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফলে আগুন মার্কেটের ভেতরে ছড়িয়ে পড়লে বড়সড়ো ক্ষতির মুখে পড়তে হতো অনুমান এলাকাবাসীর।