নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৭,মে :: আগেই বলা হয়েছিল শাসকদলে সাংগঠনিক রদবদল হবে। সেই অনুযায়ী অবশেষে ১৬ মে সেই রদবদল করল তৃণমূল। শুক্রবার সামনে এলো নতুন তালিকা।
পরিবর্তন করা হলো একাধিক জেলা সংগঠনে। হাওড়া থেকে শুরু করে হুগলি, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি -বেশ কয়েকটি জেলায় চেয়ারপার্সন, সভাপতি বদল হয়েছে।
বীরভূম এবং কলকাতা উত্তর জেলা সভাপতির পদ বাদ দিয়ে কোর কমিটিতে আস্থা রাখা হল। দুই জেলারই বিধায়কদের নিয়ে তৈরি হল কোর কমিটি। বীরভূমের ৭ সদস্যের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর আর আলাদা করে কোনও পদ রইল না। এখন থেকে শুধুমাত্র কোর কমিটির সদস্য তিনি।
বীরভূমে সাত সদস্যের কমিটিতে রয়েছেন, অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ। এছাড়া দুই সাংসদ শতাব্দী রায়, অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য।
বীরভূমের মতোই উত্তর কলকাতায় ৯ জন বিধায়ককে নিয়ে তৈরি হল কোর কমিটি। এখানেও জেলা সভাপতি পদ বাদ দিয়ে তৈরি করে দেওয়া হল কোর কমিটি।
৯ সদস্যের এই কোর কমিটিতে রয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, পরেশ পাল, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, স্বপন সমাদ্দার, জীবন সাহা, বিবেক গুপ্ত। এতদিন কলকাতা উত্তরের জেলা সভাপতির পদ সামলেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার জেলা চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।