সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বহড়ুর বাসিন্দা পলাশ চ্যাটার্জী সোমবার দুপুরে তার জায়গা বিক্রির টাকা নিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন । অভিযোগ বেলা আড়াইটে নাগাদ তিনি বহরু শিশু বিদ্যানিকেতনের কাছে পৌঁছান | ঠিক সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে তার পথ আটকে দাঁড়ায় জুলফিকার লস্কর নামে এক যুবক। তাকে টাকা না দিলে প্রাণে মারার হুমকি ও দেয় ঐ যুবক।
বেশ কিছুক্ষণ বাক-বিতণ্ডার পর কোনরকম ভাবে জুলফিকার কে এড়িয়ে পলাশ চ্যাটার্জি বাড়ী ফিরে আসেন। ঐ দিন ভয়ে পুলিশকে জানাতে পারেন নি তিনি।তবে মঙ্গলবার সকালে জয়নগর থানায় এসে সমস্ত ঘটনা জানিয়ে জুলফিকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
পলাশ চ্যাটার্জীর অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে বহরু বাজার থেকে জুলফিকার লস্কর কে গ্রেপ্তার করে।
অভিযুক্ত জুলফিকার লস্কর কে আজ বারুইপুর আদালতে তোলা হয়। জুলফিকার আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল এবং তার সাথে আর কারা কারা আছে জানার জন্য পুলিশ আদালতের কাছে জুলফিকারকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।