নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বৃহস্পতিবার ১৬,জানুয়ারি :: আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ। ধৃতের নাম মাসানুন মল্লিক ওরফে মুসনুন ( ৪৮)। বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার মাজিদা পঞ্চায়েতের কুটিরপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নদীয়ার নবদ্বীপ ব্লকের মহিশুরা মাঝেরপাড়া এলাকার বাসিন্দা সাঞ্জু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি করার বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানায় নবদ্বীপ থানার পুলিশ।
পরে পুলিশ হেফাজতে নিয়ে সাঞ্জু শেখকে জিজ্ঞাসাবাদ করে মাসানুন মল্লিক ওরফে মুসনুনের বিষয়ে জানতে পারে পুলিশ। এরপর গতকাল গভীর রাতে পূর্বস্থলী থানার সাজিয়ারা মোড় এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবার অস্ত্রপাচার আইনে মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। কারণ নবদ্বীপের মহিশুরা গ্রাম থেকে যে অস্ত্র তৈরীর কারখানা গজিয়ে উঠেছিল এর পেছনে কতটা চক্র বিস্তার করে আছে তার দ্রুত তদন্তের প্রয়োজন।