নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানডুয়া :: মঙ্গলবার ১,এপ্রিল :: আগেও ধরা পরেছিল আজিজ। কাল পান্ডুয়া থেকেই বেরিয়েছিল কাজে যাচ্ছি বলে। আনন্দপুরের নোনাডাঙা এলাকা থেকে কলকাতা পুলিশের এসটিএফ আজিজ মোল্লা ও ময়না মাঝিকে গ্রেফতার করেছে।
ধৃতদের কাছ থেকে এগারোটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।সেই অস্ত্র কোথা থেকে এলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ। আজিজ হুগলির পান্ডুয়া কাজি মহল্লার বাসিন্দা। সেখানে তার স্ত্রী সন্তান আছে।
আজিজের স্ত্রী বুলিনা বিবি জানান,পান্ডুয়াতেই ছিল আজিজ। এরপর কাজে যাচ্ছি বলে বেরিয়েছিল। তারপর তার সঙ্গে ফোনে আর যোগাযোগ হয়নি।
আজিজের স্ত্রী বলেন,আমি পরিচারিকার কাজ করে ছেলে মানুষ করছি। আজিজ কোনো টাকা পয়সা দেয়না।গত চার পাঁচ বছর ধরে অন্য মহিলার সঙ্গে থাকে।মাঝে মধ্যে পান্ডুয়ায় আসে। তাকে যে এসটিএফ গ্রেফতার করেছে সে বিষয়ে কিছু জানা নেই বলে জানান আজিজের স্ত্রী।তিনি জানান,আগেও অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল আজিজ।