নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৬,জানুয়ারি :: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতি, উদ্ধার একটি ইম্প্রোভাইজড্ পাইপগান ও এক রাউন্ড গুলি । ধৃতের নাম রঞ্জন হাজরা বয়স২৭বছর। সে বড়নীলপুর এলাকার নতুনপাড়ার বাসিন্দা।ধৃতকে বৃহস্পতিবার পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে।
বুধবার রাতে তাকে বর্ধমান শহরের খোসবাগান এলাকা থেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে পুলিশ সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় অস্ত্র দেখিয়ে লুটপাট চালানোর অভিযোগ আসছিল বর্ধমান থানায়। এরপর বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে খোষবাগান এলাকায় অভিযান চালিয়ে ধৃত রঞ্জন হাজরা নামে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ।