আগ্নেয়াস্ত্র সহ চার দাগি দুস্কৃতি গ্রেফতার বারুইপুরে

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ২০,আগস্ট :: গোপন সূত্রে খবর পেয়ে চারজন দাগি দুষ্কৃতিকে গ্রেফতার করল বারইপুর থানার পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায় যে বারুইপুর থানার অন্তর্গত টংতলার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দাগি দুষ্কৃতী সন্দেহজনকভাবে জড়ো হয়েছে ।

এরপর পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় পৌঁছে পরিতক্ত বাড়িটি ঘিরে ফেলে । তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । কথাবার্তায় অসঙ্গতি দেখে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র সহ একাধিক সরঞ্জাম ।

উদ্ধার হয় একটি পাইপগান ও তাজা কার্তুজ সঙ্গে শাটার ভাঙ্গার উপযুক্ত লোহার বিশেষ যন্ত্র, একটি ভোজালি ও একটি বড় ছোরা । এরপর ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর ধৃত জলম লস্কর (২৮) , জুলফিকার মন্ডল (২৬) , সুলতান চৌধুরী (২০) ও সনৎ বৈরাগী (২২) ডাকাতির উদ্দেশ্যে ওই পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও যন্ত্রপাতিগুলি ডাকাতির কাজেই ব্যবহার করবে বলেই মনে করা  হচ্ছে । তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 19 =