নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৩,মার্চ :: আচমকা অগ্নিকাণ্ডে পুড়ে নষ্ট হল আম বাজার এলাকার একটি দোকান। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের আরো কয়েকটি দোকানে আগুনে আংশিক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে দমকল বিভাগ। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার আম বাজার এলাকার কলার গোডাউনে ।
সেখানেই ফল মজুত থাকার পাশাপাশি ব্যাগ এবং আরো বেশ কিছু সামগ্রী একটি দোকানে ছিল। হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়ায় ওই এলাকায় শোরগোল পড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই দোকানের মালিক নবকুমার মন্ডল জানিয়েছেন, আমার ছেলে শুভঙ্কর মন্ডল এই দোকানটির দেখভাল করে। দোকানে ব্যাগ, বস্তা, কার্টুন সহ নানান ধরনের সামগ্রী ছিল। হঠাৎ করে জানতে পারি দোকানে আগুন লেগেছে। এরপরই তড়িঘড়ি ছুটে আসি। ততক্ষণে দোকানের অধিকাংশ সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। এই দোকানের সঙ্গেই পাশাপাশি আমাদের আরো কয়েকটা দোকান রয়েছে। সেগুলোতেও আংশিক ক্ষতি হয়েছে।
যদিও ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে কি কারণে আগুন লাগলো সেটাও বুঝে উঠতে পারে নি।
মালদা দমকল বিভাগের ওসি বিশ্বজিৎ মন্ডল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করছি শর্ট সার্কিট থেকে হয়তো অগ্নিকান্ডের ঘটনাটি ঘটতে পারে।
তবে এখানে কোনরকম কার্বাইড মজুত ছিল না। তাহলে জল দিলে আগুন আরো বেড়ে যেত। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই । তবে ক্ষয়ক্ষতি কি কিছুটা হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।