আজকের মানবতার একটি দৃষ্টান্ত গল্প শোনাচ্ছি আপনাদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৯,জুলাই :: আজকে ধর্মঘট তার মধ্যেই ৮৫ কিলোমিটার দূর থেকে রক্ত দিতে ছুটে আসলেন রাজমিস্ত্রি লেবার অভিজিৎ মন্ডল। বাড়ি কোচবিহার জেলায় চোরাই রামপুরে।

টোটো বাস এবং সাফারি ধরে কুচবিহারে এসে পৌঁছায় কুচবিহারে বাইক অক্সিজেন ম্যান শংকর রায়ের ফেসবুক প্রোফাইলে তিনি দেখতে পান একজন দাদার ও নেগেটিভ রক্তের প্রয়োজন। সেই পোস্ট দেখে তিনি শংকর রায়ের সাথে যোগাযোগ করেন তিনি জানান আমি বুধবার রক্ত দিতে আসব।সালকুমার হাট এলাকার একজন বাসিন্দা রবিবার অসুস্থ অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি হয়। অসুস্থ পরিবারকে ডাক্তারবাবু জানায় শরীরের অনেক রক্ত কম রয়েছে। ও নেগেটিভ রক্ত দিতে হবে আপনারা রক্ত ব্যবস্থা করুন দুদিন ধরে কোন ব্লাড ব্যাংকে এবং কোন রক্তদাতা খুঁজে পায়নি তারা।

পরিবারের লোকজন এক একজন দাদার মাধ্যমে বাইক অক্সিজেন ম্যান শংকর রায়ের নাম্বার জোগাড় করে পরিবারের লোকজন সমস্ত বিষয়টি শঙ্কর রায় কে খুলে বলেন শংকর রায় ব্লাড ব্যাংকের সামনে একটি পোস্টার নিয়ে মানুষকে জানায় ও নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন

সেই পোস্টার এবং ভিডিও শংকর রায় নিজের প্রোফাইলে পোস্ট করে। সেই পোস্ট দেখে অভিজিৎ মন্ডল আজকে নিজের মূল্যবান রক্ত কোচবিহার সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন ব্লাড সেন্টারে রক্তদান করুন।

আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সমাজকর্মী ও মাস্টার মশাই বিপ্লব তালুকদার মহাশয় উত্তরিয়া পড়িয়ে সম্বর্ধনা এবং রক্ত যোদ্ধা সম্মান তার হাতে তুলে দেয় পরিবারের লোকজন রক্তদানে উপস্থিত ছিলেন পরিবারের লোকজন রক্ত পেয়ে অভিজিৎ মন্ডলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 17 =