আজকে মেখলিগঞ্জ বিধানসভার চ্যাংড়াবান্ধ্যা অঞ্চলের ছিট মহলে S.I.R নিয়ে সচেতনতা ক্যাম্প করলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চ্যাংড়াবান্ধ্যা :: শনিবার ৮,নভেম্বর :: আজকে মেখলিগঞ্জ বিধানসভার চ্যাংড়াবান্ধ্যা অঞ্চলের ছিট মহলে S.I.R নিয়ে সচেতনতা ক্যাম্প করলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় ।

উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধ্যা অঞ্চল কনভেনার ধ্রুবজ্যোতি বর্মন মহাশয়, বিজেপি নেতা অজয় সরকার, বিধানসভা আইটি সেল ইনচার্জ সুধীর দেবনাথ,শক্তিকেন্দ্র প্রমুখ বিকাশ কীর্তনীয়া সহ অন্যান্য নের্তৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =