আজকে মেখলিগঞ্জ বিধানসভার বিজেপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মেখলিগঞ্জ মহকুমার AEROর সাথে সাক্ষাৎ করলেন

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: আজকে মেখলিগঞ্জ বিধানসভার বিজেপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মেখলিগঞ্জ মহকুমার AEROর সাথে সাক্ষাৎ করলেন এবং ফর্ম ৭ এর ফর্ম এর বিষয়ে আলোচনা করা হয়

কিন্তু মেখলিগঞ্জ মহকুমার AERO  ফর্ম ৭ মহকুমা অফিসে জমা নিতে অস্বীকার করেন উনি বলছেন কোথাও ফর্ম ৭ AEROরা জমা নিচ্ছেন না।

প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জ বিধানসভা কনভেনার বিমল চন্দ্র রায়, মেখলিগঞ্জ ২ ও ৪,৫ নং মন্ডলের সভাপতি বিমল রায়,শঙ্কর বর্মন,আশেকার রহমান ও ২ নং মন্ডলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 7 =