কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১০,ফেব্রুয়ারি :: আজ,সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের উদ্যোগে ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের সহযোগিতায়
চন্ডিপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও জলের বোতল বিতরণ করা হল। চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা সেন্টার পড়েছে মাখনা কুইলপাড়,কুশিদা ও বিষণপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের।
পঞ্চায়েত সদস্য আমজাদ হোসেন বলেন ৪৭৯ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও জলের বোতল বিতরণ করা হল। আগামীতেও এই কর্মসূচি জারি থাকবে।