নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ব্যান্ডেল :: রবিবার ১৮,জানুয়ারি :: সকাল সকাল আজিমগঞ্জ ইন্টারসিটি লোকাল ট্রেনে চেপে ব্যান্ডেল স্টেশনে পৌঁছালেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রেলযাত্রা শেষে ব্যান্ডেল স্টেশন থেকে তিনি সরাসরি সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থানের পর সেখান থেকেই হুগলি জেলার সিঙ্গুরে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাবেন রাজ্যপাল। রাজ্যপালের সফরকে কেন্দ্র করে ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে আগাম সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়।

