সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২২,মে :: আজ হলো আন্তর্জাতিক চা দিবস! চা প্রেমীদের কাছে এক উল্লেখযোগ্য দিন। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আন্তর্জাতিক চা দিবস। চা পিপাসুদের কাছে এই দিন এক অন্যরকম নস্টালজিয়া। চায়ের বিকল্প চা নিজেই।
চা পিপাসুদের কাছে সবথেকে কাছের বন্ধু হলো চা। সত্যিই চায়ের জুড়ি মেলা ভার। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে চা, সাত সকালে ঘুমের রেশ কাটাতে চা, গোটা দিনের ক্লান্তি কাটাতে এক কাপ চা, শীতের সকালে শরীর গরম করতে চায়ের কাপে চুমুক!
শীতের অলস বিকালে নিজের প্রিয় মানুষের সাথে কোন ক্যাফেটেরিয়া কিংবা চায়ের কেবিনে বসে চায় চুমুক দিতে দিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। গলি থেকে রাজপথ চায়ের দোকানের ছড়াছড়ি।
৫ টাকা থেকে ৫০ টাকা। আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই ছিল অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ভিড় চায়ের দোকানগুলিতে।
বিশেষ করে নেতাজি কেবিনে, শিলিগুড়ির চা মানেই নেতাজি কেবিন। কাঠের দোতলা , এক ঐতিহ্য বহন করে চলেছে। সকাল সন্ধ্যা নেতাজি কেবিনে উপচে পড়ে মানুষের ভিড়। এদিন সেই ভিড়ের সংখ্যা যেন আরো বেড়েছে। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট দোকানের কর্ণধার প্রণব বাবু জানান প্রত্যেকদিনই দোকানে উপচে পরে ভিড়।
তবে আজ বিশেষ দিন আন্তর্জাতিক চা দিবস আজ যেন ভিড়টা আরো বেশি। নেতাজি কেবিন যেন অভ্যাস অনেকের কাছে এমনটাই জানিয়েছেন অনেক ক্রেতা। সংশ্লিষ্ট চায়ের দোকানের কর্ণধার প্রণব বাবু আরো জানান ৭০ বছরের পুরনো তাদের দোকান, এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে।
দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এখানে চা খেতে, চায়ের টেবিলে ওঠে তুফানি আড্ডা। বিধান মার্কেটের নেতাজি কেবিন যেন আন্তর্জাতিক চা দিবসে এক অনন্য প্রাসঙ্গিক।