নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: বৃহস্পতিবার ১৪,সেপ্টেম্বর :: আজ কৌশিকী অমাবস্যা। সকাল থেকেই বীরভূমের সিদ্ধ পীঠ তারাপীঠে ভক্তের ঢল নেমেছে। পাঁচটি সতী পীঠও বাদ নেই এই কৌশিকী আমাবস্যায় ভক্তের সমাগমে। সারাদিন ধরে চলবে তারাপীঠে মা তারার আরাধনা।
দুপুরে মা তারা কে বিশেষ ভোগ নিবেদন করা হবে। আর সন্ধ্যায় সন্ধ্যা আরতি। সন্ধ্যা নামলেই মহা শ্মশান চত্বরে চলবে তন্ত্র সাধনা। ইতিমধ্যেই তারাপীঠে প্রচুর তান্ত্রিকদের আগমন শুরু হয়েছে। আজকের এই কৌশিকী অমাবস্যার দিনে ই, বামাক্ষ্যাপা মা তারার দেখা পেয়েছিলেন তপস্যা করে।
তাই আজকের এই বিশেষ দিনটিকে সাধকরা, সাধনার বিশেষ দিন হিসাবে মহাশ্মশানে ভিড় জমিয়েছেন। অন্যদিকে এই বিপুল ভক্তের সমাগম সামাল দিতে জেলা প্রশাসন সজাগ রয়েছে। লক্ষাধিক ভক্তের সমাগমে তাই তারাপীঠ জমজমাট।
সিদ্ধপীঠ তারাপীঠের পাশাপাশি বীরভূমের সতীপীঠ গুলিতেও চলছে মহামায়ার আরাধনা। সকাল থেকেই লম্বা লাইন কঙ্কালীতলায়। কঙ্কালী তলায় চলবে সারাদিন ধরে মা কঙ্কালীর পুজো। সন্ধ্যায় তন্ত্রসাধকরা করবেন তন্ত্রসাধনা শ্মশান চত্বরে।