সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৪,সেপ্টেম্বর :: আজ কৌশিকী অমাবস্যা, তবে অন্যান্য অমাবস্যা থেকে এই অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। বীরভূমের তারাপীঠ মন্দিরে প্রতিবছর এই কৌশিকী অমাবস্যার দিন ঘটা করে মায়ের আরাধনার আয়োজন করা হয়ে থাকে।
সারা বছরই তারাপীঠ মন্দিরে ভক্তদের আনাগোনা থাকলেও আজ এই বিশেষ দিনে আনাগোনা আরো বেড়ে যায়। এই দিনে মায়ের আরাধনা করলে সমস্ত বাধা-বিপত্তি কেটে যায়, ঘরে সুখ শান্তি বিরাজমান হয়। তারাপীঠ মন্দির সহ রাজ্য জুড়ে বিভিন্ন কালীমন্দিরে আজ মায়ের আরাধনায় মেতে উঠেছে।
শিলিগুড়ির বাস্তহারা কালী মন্দিরে আজ মায়ের আরাধনার প্রস্তুতি সকাল থেকেই শুরু হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর। ফুলের মালা রকমারি বাহারি কাগজ দিয়ে সাজানো হয়েছে। রাতে মায়ের পুজোর পর প্রসাদেরও ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।
প্রতিবছর এই কালী মন্দিরের কৌশিকী অমাবস্যার দিন ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যায়। মায়ের আরাধনায় দূর দূর থেকে প্রচুর ভক্তগন এই মন্দিরে এসে থাকেন। মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে মায়ের পুজোর পর সর্বসাধারণের জন্য ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে।