সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: আজ জয়নগর মজিলপুর পৌরসভা শপথ গ্ৰহন হল কাউন্সিলরদের।আনন্দ এবং উৎসাহের সঙ্গে জয়নগর পৌরসভা এই প্রথম বার তৃনমুল কংগ্রেস একক ভাবে পৌরসভা দখল করলো। বৃহস্পতিবার জয়নগর পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নেন সুকুমার হালদার ১০ নম্বর ওয়াড থেকে জয়ী হয়ে এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন রথিন মন্ডল ।এরপর একে একে কাউন্সিলরা শপথ নেন।
এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রি ও সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা । সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার । ক্যানিং পূর্বের বিধায়ক সউকত মোল্লা ও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস সহ অনেকে।
কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান এ আর ও আধিকারিক সৌরভ মিত্র। উল্লেখ্য যে, স্বাধীনতার পর এবারই প্রথম জয়নগর পৌরসভার বোড গড়লো তৃণমুল কংগ্রেস। আর এই নবগঠিত পৌরসভার ১৪ টি ওয়ার্ডের ১২ টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। একটি ওয়ার্ড যায় কংগ্রেস ও একটি এস ইউ সি আইর দখলে।