নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বুধবার ১২,জুন :: আজ জামাই ষষ্ঠী, আপামর বাঙালির ঘরে ঘরে বিশেষ মর্যাদার ও নিয়ম নিষ্ঠার সাথে পালিত হয় এই দিনটি। তবে নবদ্বীপে এই বিশেষ দিনটি ব্যাতিক্রমি ভাবে পালিত হয়ে আসছে আনুমানিক পাঁচশত বছর ধরে নবদ্বীপ শহরের মহাপ্রভু পাড়াস্থিত ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে।
যেখানে ধামেশ্বর মহাপ্রভুকে জামাই বেশে সাজিয়ে দিনভর বিশেষ পুজো করা হয়। শুধু পুজো নয় এদিন দিনভর পুজো ও ভোগের ক্ষেত্রেও থাকে ব্যাতিক্রমি ও বৈচিত্র্য আর এই বিশেষ দিনে নিত্য দিনের ধামেশ্বর মহাপ্রভুকে জামাই রূপে পুজো দিতে নবদ্বীপ সহ বিভিন্ন এলাকার ভক্তরা হাজির হয়।
জানা যায় এই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের বর্তমানে যারা সেবায়ত তারা বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধর সুতরাং সেই সুত্র ধরে দীর্ঘ কয়েক শত বছর ধরেই এই বিশেষ দিনে এই আয়োজন হয়ে আসছে আজও তার রিতী বজায় রেখেই চলছে বিশেষ পুজো