নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::তারাপীঠ :: আজ তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এদিন বেলা এগারোটা ত্রিশ নাগাদ তিনি সপরিবারে মন্দিরে হাজির হন পুজো দেওয়ার জন্য | বেশ কিছুক্ষণ তিনি মা তারার গর্ভগৃহে থাকেন এবং পুজো দেন পুজো দিয়ে বেরিয়ে আসার পর সংবাদমাধ্যমের সম্মুখীন হয় তিনি জানান প্রত্যেক বছর তিনি মায়ের কাছে আসেন পুজো দেওয়ার জন্য।সকলের মঙ্গল কামনা করেন এবং তার দিদি এবং দাদা একটু অসুস্থ তাদের জন্য মঙ্গল কামনা করেন।। তিনি জানান আগামী দিনে নালহাটিতে ফায়ার স্টেশন করার পরিকল্পনা রয়েছে এবং দুবরাজপুর ফায়ার স্টেশনে কাজ চালু হয়ে গেছে।।
বগটুইকাণ্ডে দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই নিয়ে আমি কোন মন্তব্য করব না এটা বিচারাধীন রয়েছে।।এছাড়াও অনুব্রত মন্ডলকে বারবার সিবিআই তলব করার পরেও তিনি এড়িয়ে যাচ্ছেন এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান আইন আইনের পথে চলবে এবং একটা মানুষের যদি শারীরিক অসুস্থতা থাকে তাহলে তিনি কি করে যাবেন।।
সিবিআই এবং ইডির যেগুলো হচ্ছে সবটাই পলিটিক্যাল গেম। আগে মানুষের সিবিআই এবং ইডি ওপর শ্রদ্ধা ছিল এখন সবটা হারিয়ে গেছে।