সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১০,এপ্রিল :: সামনে রয়েছে পয়লা বৈশাখ, তারপরে রামনবমী, আবার আজ থেকে নবরাত্রি শুরু। জমে উঠেছে শিলিগুড়ির বিভিন্ন বাজার। আজ বিকেলে শিলিগুড়ির মহাবীরস্থান বিধান মার্কেটসহ বিভিন্ন বাজার গুলিতে দেখা গেল সেই ছবি। অনেকেই কেনাকাটা করতে বেরিয়ে পড়েছেন। কাপড়ের দোকানের সাথে সাথে দর্শকর্মা ভান্ডার গুলিতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
কারণ আজ থেকেই নবরাত্রি শুরু হচ্ছে, সামনেই রয়েছে বাসন্তী পুজো। নবরাত্রি ও বাসন্তী পূজোর বিভিন্ন পূজোর সামগ্রিক কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এই বিষয়ে এক ব্যবসায়ী জানান বিক্রি ভালোই চলছে, সামনেই রয়েছে পহেলা, বৈশাখ রামনবমী। আবার আজ থেকে শুরু হচ্ছে নবরাত্রি।
দোকানে বিক্রি ভালোই চলছে। ক্রেতারা দোকানে আসছেন, বিভিন্ন পুজোর সামগ্রীর দরদাম করছেন, ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আশা রাখছেন এই বছর ভালোই বিক্রি হবে।