আজ দুপুরে হুগলির বানভাসি এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: টানা কয়েকদিনের বৃষ্টিতে দারোকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগে বেশ কিছু এলাকা। তার পাশাপাশি গতকাল ডিভিসি থেকে তিন লক্ষ কিউসেকের ওপরে জল ছেড়েছে।তার পরেও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুড়শুড়া পঞ্চায়েতের একাধিক এলাকা। ঘর ছাড়া হয়েছেন বহু সাধারণ মানুষ। কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের উপর গিয়ে আশ্রয় নিয়েছেন তারা।

আজ দুপুরে বানভাসি এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমে হাওড়ার উদয়নারায়নপুর তারপর সেখান থেকে পুড়শুড়ায় আসেন তিনি। পুড়শুড়া ব্রিজের ওপর থেকে নদীর অবস্থার দেখেন তিনি। সেখানেই তিনি বলেন পুরোটাই “ম্যানমেড বন্যা” ডি ভি সি ইচ্ছা করে এরকম ভাবে জল ছাড়ছে।

সেখান থেকে সামন্ত রোড হয়ে আকরি শ্রীরামপুর গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই জেলা শাসককে ডেকে পাঠান , জেলা শাসককে বিভিন্ন নির্দেশ দেন তিনি। তারপরে সেখান থেকে রওনা দেন খানাকুলের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =