আজ নেপালে সুশীলা মন্ত্রীসভার শপথ – নতুন মন্ত্রী হলেন ওম প্রকাশ আর‍্যাল স্বরাষ্ট্র ও ঘিসিং পেলেন বিদ্যুত মন্ত্রক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: নেপালের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হলো। দীর্ঘদিন বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান হিসেবে কর্মদক্ষতার স্বাক্ষর রাখা কুলমান ঘিসিং এবার মন্ত্রীসভায় জায়গা করে নিলেন। শনিবার শপথ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

কুলমান ঘিসিং দীর্ঘ সময় নেপাল ইলেকট্রিসিটি অথরিটির প্রধান হিসেবে কাজ করে দেশের বিদ্যুৎ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর নেতৃত্বে নেপাল রাতের অন্ধকার কাটিয়ে বিদ্যুৎ ঘাটতির দেশ থেকে বিদ্যুৎ রপ্তানিকারক দেশে পরিণত হয়।

                                                      নেপালের নতুন স্বরাষ্ট্র মন্ত্রী ওম প্রকাশ আর‍্যালকে

নতুন মন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বভার গ্রহণে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রশাসনিক দক্ষতা ও বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে তিনি মন্ত্রিত্বেও সাফল্য আনতে পারবেন।

নেপালের প্রাক্তন অর্থসচিব রমেশ্বর খানালকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। রয়েছেন নেপাল বিদ্যুৎ পর্ষদের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং। তাঁর কাঁধে জ্বালানি, জলসম্পদ ও সেচ, পরিকাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়নের মতো তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব বর্তেছে।

এছাড়াও আইনজীবী ওম প্রকাশ আর‍্যালকে স্বরাষ্ট্র এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিন মন্ত্রীই রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ শপথ গ্রহণের পর অবিলম্বে নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেছেন।

শপথগ্রহণের পর কুলমান ঘিসিং বলেন, “জনগণের বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়নের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 9 =