আজ পবিত্র রথযাত্রা কাঠামো পুজো দিয়ে দুর্গাপুজোর সূচনা হলো

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ ::শিলিগুড়ি :: মঙ্গলবার ২০,জুন :: আজ পবিত্র রথযাত্রা,রথের পূন্য লগ্নে কাঠামো পুজো দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা হলো শিলিগুড়িতে। উল্লেখ্য এইদিন মিত্র সম্মেলনির উদ্যোক্তা গন কাঠামো পূজার আয়োজন করেছিলেন।

ঢাকের বাদ্য পুরোহিতের মন্ত্র উচ্চারণ মারফত দেবীর কাঠামোর পুজো করেন ক্লাব উদ্যোক্তারা।ক্লাবের সদস্যগণ এই পুজোয় অংশগ্রহণ করেন।ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য জানান,এবারে এই পুজো ৯৭ বছরে পদার্পণ করল।

শিলিগুড়ির পুরনো পুজো গুলির মধ্যে অন্যতম এই পুজো।সমস্ত নিয়ম নিষ্ঠা সহযোগে কাঠামো পূজা দিয়ে দুর্গা পূজার সূচনা হয় এইদিন।

শহরে প্রথম দূর্গা পূজোর আয়োজন করে মিত্র সম্মেলনী।বর্তমানে সব মিলিয়ে মোট ১৭৩টি পূজো হয় শিলিগুড়িতে।জাঁকজমকপূর্ণ বা থিমের না হলেও সাবেকিয়ানা ও বনেদিয়ানার এই পুজো দেখতে আজও ভীড় করেন শিলিগুড়িবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 2 =