আজ পূর্ব রেলের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে ঢাকুরিয়া সংলগ্ন লেভেল ক্রসিং গেটে জনসচেতনতামূলক প্রচার চালানো হলো।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: কলকাতা  :: শনিবার ৩,ফেব্রুয়ারি :: আজ পূর্ব রেলের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে ঢাকুরিয়া সংলগ্ন লেভেল ক্রসিং গেটে জনসচেতনতামূলক প্রচার চালানো হলো। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের নেতৃত্বে এই প্রচার চললো।

এই প্রচারে বালিগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার, আরপিএফ এবং ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন, যারা এই জন সচেতনতামূলক প্রচারে আমাদের ব্যাপকভাবে সাহায্য করেছেন। এই প্রচারের মূল উদ্দেশ্য ছিল, লেভেল ক্রসিং গেট বন্ধ থাকাকালীন সাধারণ মানুষ যাতে জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার না করেন। এই লেভেল ক্রসিং গেট সংলগ্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে জনসচেতনতামূলক বিবৃতির মাধ্যমে সজাগ করা হয়।

এছাড়াও শহরতলীর বিভিন্ন স্টেশনে রেল কর্তৃপক্ষের অনুমোদিত খাবারের স্টল গুলিতে আগুন জ্বালিয়ে রান্না করার প্রবণতা দেখা যাচ্ছে যা সকলের জন্যই বিপদজনক, এছাড়াও বেশ কিছু স্টেশন দিনের কিছু নির্দিষ্ট সময়ে কার্যত সবজি বাজারে পরিণত হচ্ছে, ফলে যাত্রীদের ট্রেন থেকে ওঠানামা করতে এবং স্টেশনের মধ্যে ট্রেনের জন্য অপেক্ষা করা বা চলাচল করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।

কোন কোন ক্ষেত্রে যা দুর্ঘটনায় পরিণত হচ্ছে। এ বিষয়েও স্টেশনে উপস্থিত যাত্রীদের এবং যে সমস্ত স্টল গুলি যত্রতত্র স্টেশনের মধ্যে অবৈধভাবে গড়ে উঠেছে তাদেরকেও মাইকিংয়ের মাধ্যমে সজাগ করা হয় যে, স্টেশন প্ল্যাটফর্ম যাত্রীদের ট্রেন থেকে ওঠানামা করা বা ট্রেনের জন্য অপেক্ষা করার প্রয়োজনে নির্দিষ্ট, এটি অবৈধভাবে ব্যবসা করার জন্য নয়।

আজকের এই জনসচেতনতামূলক প্রচারের সময় এই দুই স্টেশনের রেলগেট সংলগ্ন বসবাসকারী মানুষজন রেলওয়ে কর্তৃক এই প্রচারকে সাধুবাদ জানান এবং নিত্যদিনের সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন যা উপস্থিত গণমাধ্যমের দ্বারা প্রচারে ব্যাপক সাড়া জাগায়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ কে দেউস্কার এর পরিকল্পনায় এবং মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্রর পরিচালনায় আজকের এই প্রচারটি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + six =