নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ১৮,মার্চ :: বকেয়া টাকা পাচ্ছেন না কয়েক মাস ধরে।ডেঙ্গু প্রতিরোধ অভিযানে কাজ করে চলেছেন নিয়মিত।বাধ্য হয়ে আজ বকেয়া মেটানোর দাবীতে হাওড়া পুরসভার মূল গেট কালো ওড়না দিয়ে বেঁধে দিয়ে বিক্ষোভ অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের।
পুরসভায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। টাকা না পেলে ডেঙ্গু বিজয় অভিযান স্তব্ধ করে দেবার হুঁশিয়ারি মহিলা কর্মীদের। এখানেই থেমে থাকলে না মহিলা কর্মীরা, কর্পোরেশনের সামনে এম জি রোড পথ অবরোধ করলেন। স্তব্ধ করে দিলেন যান চলাচল একটাই বক্তব্য তিন মাসের বকেয়া মাইনা চাই এবং এক্ষুনি চাই।